গাজীপুরে শিশু ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জানান তারা। সোমবার (২০ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ইসলামি ছাত্রী সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রী সংস্থার সভানেত্রী ও কেন্দ্রীয় ছাত্র সংসদের নবনির্বাচিত নারী সম্পাদক সায়েদা হাফসা বলেন, গাজীপুরে শিশু ধর্ষণ হলো, অথচ প্রথম সারির মিডিয়াতে প্রথমে সেটা আসেনি। ঘটনা ভিন্ন খাতে নিচ্ছে পুলিশ। ঘটনা যেটাই হোক, শিশু ধর্ষণে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং বিচার নিশ্চিত করতে হবে। নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এতে ছাত্রী সংস্থার বিভিন্ন হলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে, গত ৫ অক্টোবর মিষ্টি খাওয়ানোর কথা বলে শিশুটিকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে বলরাম দাস নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনা তখন শিশুটি কাউকে জানায়নি। গতকাল শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। পরে নির্যাতনের ঘটনা মা–বাবাকে জানায়। এ ব্যাপারে শিশুটির বাবা থানায় অভিযোগ করেন।
গতকাল রোববার (১৯ অক্টোবর) বলরাম দাসকে গ্রেফতার করে পুলিশ।
বিডি প্রতিদিন/কেএইচটি