রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মনোনয়ন বিতরণ দুইদিন বাড়ানো হয়েছে। প্রথমবর্ষের ভোটাধিকার নিয়ে ২৪ ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নেবে কমিশন।
আজ সোমবার এসব তথ্য নিশ্চিত করেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ। তিনি বলেন, শেষদিনের উদ্ভুত পরিস্থিতির কারণে দু'দিন মনোনয়ন বিতরণ পেছানো হয়েছে। প্রথমবর্ষ নিয়ে বেশকিছু পর্যালোচনা আছে। ২৪ ঘন্টার মধ্যে এ নিয়ে সিদ্ধান্ত হবে।
এর আগে, রবিবার (৩১ আগস্ট) মনোনয়ন বিতরণের শেষ দিনে ছাত্রদল, শিবির ও সমন্বয়কসহ অন্য সংগঠনের মধ্যে কয়েকদফা সংঘর্ষ হয়। এতে অন্তত ৮জন আহত হয়।
এছাড়াও প্রথমবর্ষের ভোটাধিকারের দাবিতে আন্দোলন শুরু করে ছাত্রদল। এতে দলের সভাপতি কোষাধ্যক্ষ কার্যালয়ে গিয়ে মনোনয়নের কার্যক্রম বন্ধ করেন। পরে অন্য পক্ষরা এলে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে সংঘর্ষ বাধে। তবে দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যায় ছাত্রদল।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ