খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রতিষ্ঠাবার্ষিকী ‘বিশ্ববিদ্যালয় দিবস’ আজ। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সোমবার (১ সেপ্টেম্বর) দিবসটি পালিত হচ্ছে।
দিবসটি উদযাপন উপলক্ষে প্রতিবছরের মতো এবারও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ বছর বিশ্ববিদ্যালয় হিসেবে ২২তম বর্ষ উদযাপন করবে কুয়েট।
অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে প্রীতি সমাবেশ, সকাল পৌনে ১০টায় পতাকা উত্তোলন ও বিশ্ববিদ্যালয় দিবস উদ্বোধন, সকাল ১০টা ৫ মিনিটে আনন্দ শোভাযাত্রা (প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে ফুলবাড়ী গেট পুলিশ বক্স হয়ে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়াম পর্যন্ত), সকাল পৌনে ১১টায় অডিটরিয়ামে ‘কুয়েটের অর্জন : অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনসহ বিভিন্ন আয়োজন।
অনুষ্ঠানগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজউক চেয়ারম্যান ও আইইবি প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম এবং সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী।
উল্লেখ্য, ১৯৬৭ সালে খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ, ১৯৮৬ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি) এবং ২০০৩ সালের ১ সেপ্টেম্বর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। এ বছর বিশ্ববিদ্যালয় হিসেবে ২২তম বর্ষ উদযাপন করবে কুয়েট।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ