চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার রাত ৯টায় শাখা ছাত্রদল ও রাত ১০.৩০ দিকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে দুইটি পৃথক পৃথক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কেন্দ্র ঘোষিত প্রোগ্রামের অংশ হিসেবে শেকৃবি ছাত্রদলের এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এদিন রাত ৮ টা থেকে বিশ্ববিদ্যালয়ে শেরেবাংলা হলের সামনে জড়ো হতে থাকেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তারা বিজয়-২৪ হল, ভিসি বাসভবন সহ আবাসিক ভবনগুলো প্রদক্ষিণ করেন। এসময় তারা চবিতে হামলা কেন, ইন্টেরিম জবাব দাও, বাকৃবিতে হামলা কেন, ইন্টেরিম জবাব দাও, ছাত্রদের রক্ত, বৃথা যেতে দেবো না ইত্যাদি স্লোগান দেন।
এদিকে রাত ১০ টা হতে বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড গেটে জড় হতে থাকেন বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা। পরবর্তীতে ১০.৩০ টায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বিজয়-২৪ হল, ভিসি বাসভবন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক ভবনসহ পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।
এবিষয়ে শেকৃবি ছাত্রদলের সভাপতি আহমেদুল কবির তাপস বলেন, বাকৃবিতে বহিরাগতদের হামলা ও চবিতে যেভাবে মধ্যযুগীয় কায়দায় হামলা হয়েছে তা কোনভাবেই মেনে নেওয়া যায়না। বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে এসে এখন শিক্ষার্থীদের জীবন শঙ্কার মুখে। এছাড়াও তিনি দ্রুত সময়ের মধ্যে তদন্ত কমিটি গঠন করে ঘটনার কারণ ও জড়িতদের দ্রত সময়ের মধ্যে খুঁজে বের করার দাবি জানান।
সাধারণ শিক্ষার্থীদের মিছিল শেষে শেকৃবি শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, যে শিক্ষকরা গতবছর চলমান বর্বরতাকে সমর্থন দিতে রাস্তায় নেমেছিল সেই রূপধারী কিছু শিক্ষকদের ছাত্রদের রক্তের তৃষ্ণা এখনো মেটে নাই। তারা এখনো বহাল তবিয়তে আছে। তারা যখনই সুযোগ পায় হয় নিজেরা রক্ত ঝরায় না হয় রক্ত ঝরতে দেখে আনন্দ পায়। তারা ভেবেছে ছাত্র সমাজ ঘুমিয়ে গেছে। কিন্তু আজকের এই ২০-৩০ জন সামনে হাজার জনে পরিণত হয়ে তাদের অপশাসনের অবসান ঘটিয়ে এই অর্ধ বিপ্লবকে পরিপূর্ণ বিপ্লবের রূপ দিয়ে ছাড়বে ।
বিডি প্রতিদিন/নাজমুল