জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিজনেস স্টাডিজ অনুষদের নতুন ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আবু সাঈফ মো. মুনতাকিমুল বারী চৌধুরী।
বুধবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, ‘কর্তৃপক্ষের নির্দেশক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক নিগার সুলতানার অনুরোধের প্রেক্ষিতে তাঁকে উক্ত পদ থেকে অব্যাহতি প্রদানপূর্বক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আবু সাঈফ মো. মুনতাকিমুল বারী চৌধুরীকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ দেওয়া হলো।’
আদেশে আরও উল্লেখ করা হয়, তিনি প্রচলিত নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং এই নিয়োগ তাঁর যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
উল্লেখ্য, এর আগে গত ২৯ জুন শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আওয়ামীপন্থী শিক্ষক অধ্যাপক নিগার সুলতানা ব্যক্তিগত কারণ দেখিয়ে ডিন পদ থেকে পদত্যাগ করেন
বিডি প্রতিদিন/জামশেদ