শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষক ও কর্মকর্তাদের জন্য অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মিত টেনিস কোর্ট এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। নির্মিত এই কোর্টটি তিন বছর আগে উদ্বোধন করা হলেও আজ পর্যন্ত এর কার্যত কোনো ব্যবহার হচ্ছে না। পরিত্যক্ত অবস্থায় আগাছা ও শেওলা জমে নষ্ট হওয়ার উপক্রম হলেও শিক্ষার্থীরা তা ব্যবহারের অনুমতি পাচ্ছেন না।
প্রকৌশল দপ্তর সূত্রে জানা যায়, ২০২২ সালের অক্টোবর মাসে এ কোর্টটি উদ্বোধন করা হয়। কোর্টটি নির্মাণে মোট ব্যয় হয়েছে ৫০ লাখ ১০ হাজার ৮৭২ টাকা। নির্মাণের পর কিছুদিন সীমিত পরিসরে ব্যবহার হলেও এখন তা সম্পূর্ণ বন্ধ রয়েছে। অভিযোগ রয়েছে, টেনিস কোর্টটি নির্মাণে মানসম্মত সরঞ্জামাদি ব্যবহার করা হয়নি। ফলে প্রথম ছয় মাসের মধ্যে ভেঙে যায় প্লাস্টিকের সুরক্ষা জাল।
এছাড়া চারপাশে ঘাস, লতাপাতা ও শ্যাওলা জমে গেছে। ঠিকভাবে পরিচর্যা না করায় খেলার অনুপযোগী হয়ে উঠেছে কোর্টটি। শিক্ষক-কর্মকর্তারা জানান, ক্যাম্পাসে শিক্ষক-কর্মকর্তাদের খেলাধুলার জন্য এটিই একমাত্র টেনিস কোর্ট। সঠিকভাবে পরিচর্যা না করায় বর্তমানে এ কোর্টটির বেহাল দশা তৈরি হয়েছে। রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে নির্মাণসামগ্রীও।
শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকলেও খেলার সুযোগ পান না তারা। খেলতে গেলে নিরাপত্তা কর্মীরা নিষেধ করেন বলেও অভিযোগ রয়েছে। তবে নিরাপত্তা কর্মীদের দাবি, এটি শিক্ষক-কর্মকর্তাদের জন্য বরাদ্দ তাই প্রশাসনের অনুমতি ছাড়া শিক্ষার্থীরা ব্যবহার করতে পারবেন না।
এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, প্রকৌশল দপ্তর কাজ সম্পন্ন করে এটি বিশ্ববিদ্যালয় ক্লাবকে বুঝিয়ে দিয়েছে। সংস্কারের প্রয়োজন হলে ক্লাবের পক্ষ থেকে প্রশাসনকে জানালে উদ্যোগ নেয়া যেতে পারে।
বিডি প্রতিদিন/হিমেল