রাজধানীতে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। শনিবার সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অনুষ্ঠিত এক মানববন্ধনে এ প্রতিবাদ জানানো হয়।
এতে দেশের নিরাপত্তা জোরদার, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং প্রশাসনের সংস্কারের দাবি জানানো হয়।
শিক্ষার্থীরা বলেন, দেশের বিভিন্ন স্থানে প্রতিনিয়ত সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে। অথচ জনগণের টাকায় চলা সরকার ও প্রশাসন কার্যকরী কোনো ব্যবস্থা নিতে পারছে না। এমনকি এ নিয়ে তাদের জবাবদিহিতাও নেই। দলের ব্যানারে থেকে অপরাধী অপরাধ করে, পরে দল সেই দায় নিতে চায় না। অথচ তারাই এদের পেলে-পুষে বড় করছে। তাদের সেল্টারে থেকেই অপকর্ম করার দুঃসাহস করে তারা। অভ্যুত্থান পরবর্তী এদেশে আর কোনো ফ্যাসিজমের স্থান নেই। যদি সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে দায়িত্ব ছেড়ে দিক। জনগণ তাদের প্রতিনিধি খুঁজে নেবে। এছাড়া অবিলম্বে এমন নৃশংস হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তারা।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই