ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) এবার গ্রেড ৬ থেকে ১১ পর্যন্ত শিক্ষার্থীদের জন্য আইবি (ইন্টারন্যাশনাল ব্যাকালরিয়েট) স্কলারশিপ চালু করেছে। আগে এই সুযোগ কেবল গ্রেড ১১-১২ এর শিক্ষার্থীদের জন্য ছিল।
২০২৫ সালের আগস্টে শুরু হতে যাওয়া শিক্ষাবর্ষের জন্য এখন আবেদন নেওয়া হচ্ছে। আবেদনকারীদের ভালো একাডেমিক রেজাল্ট, নেতৃত্বের গুণাবলী ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মানসিকতা থাকতে হবে।
স্কলারশিপপ্রাপ্তরা ভর্তি ফি ছাড়াই পড়তে পারবে এবং টিউশন ফিতে ৫০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত ছাড় পাবে। কিছু ক্ষেত্রে ১০০% ছাড়ও দেওয়া হবে। আবেদনের জন্য আইএসডির ওয়েবসাইটে বিস্তারিত তথ্য রয়েছে। শিক্ষার্থীদের পরীক্ষায় ও ইন্টারভিউতে অংশ নিতে হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ