গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) রবিবার উৎসাহ- উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল ‘Animal Health Takes a Team’ যা ভেটেরিনারি চিকিৎসা ও গবেষণার সমন্বিত গুরুত্বকে সামনে এনে সংশ্লিষ্ট সকলের অবদানকে স্মরণ ও স্বীকৃতি দেওয়ার একটি অনন্য উপলক্ষ।
এ দিবসকে সাড়ম্বরে পালন করতে রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের বৃহৎ অংশগ্রহণে একটি বর্ণিল র্যালি বের করা হয়। র্যালিটি ভেটেরিনারি অনুষদীয় কমপ্লেক্স থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় পরিভ্রমণ করে প্রশাসনিক ভবন চত্বরে গিয়ে শেষ হয়।
এ সময় শিক্ষার্থীরা স্লোগানে মুখরিত করে ভেটেরিনারি সংশ্লিষ্ট নানা প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে ডাক্তার, কৃষক ও গবেষকের পোশাকে ভেটেরিনারিয়ানদের বহুমুখী ভূমিকা তুলে ধরেন। পরে বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে ভেটেরিনারি দিবসের উপর একটি ফলপ্রসূ সেমিনার অনুষ্ঠিত হয়।
ভেটেরিনারি মেডিসিন এন্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ উপস্থিত ছিলেন।
সেমিনারে কী-নোট স্পিকার হিসেবে বিশ্ববিদ্যালয়ের গাইনিকোলজি অবস্ট্রেট্রিকস এন্ড রিপ্রোডাক্টিভ হেলথ এর প্রফেসর ড. আ.ন.ম আমিনুর রহমান বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান ভেটেরিনারি শিক্ষা, গবেষণা ও সেবাখাতে এর গুরুত্বের উপর আলোকপাত করে বক্তব্য প্রদান করেন। উপাচার্য বলেন, ‘ভেটেরিনারি পেশা কেবল পশু চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি সরাসরি মানুষের স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা এবং পরিবেশ সংরক্ষণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রাণিসম্পদ খাত আমাদের দেশের অর্থনীতির একটি বড় চালিকাশক্তি বিধায় এই খাতের উন্নয়নে দক্ষ ও মানবিক ভেটেরিনারিয়ানদের ভূমিকা অপরিসীম।’
ভেটেরিনারি দিবসকে কেন্দ্র করে ক্যাম্পাসে ভবিষ্যত পরিবেশবান্ধব পশুচিকিৎসা ও বিভিন্ন রোগ প্রতিরোধী চিত্র-পোস্টার প্রদর্শনীরও আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ