রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতারের আয়োজন করা হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় জিয়া পরিষদের আয়োজনে দোয়া ও ইফতারের এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, বেগম জিয়া কেবল দলের নেত্রীই নন, তিনি একজন আদর্শবান ও আপসহীন নেত্রী ছিলেন। তিনি প্রতিহিংসাপরায়ণ ছিলেন না। শহিদ জিয়া বিশ্বাস করতেন ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে রাষ্ট্র বড়। তাই দেশের সার্বিক নিরাপত্তা ও উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক এনামুল হক বলেন, খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। জাতি তার ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞ। আমরা তার শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করছি এবং শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করছি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জিয়া পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. এনামুল হককে সভাপতি ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ড. আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ড. মো. হাবীবুর রহমান, সহ-সভাপতি ড. মামুনুর রশীদ, ড. মো. রেজাউল করিম (২), সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ড. মো. কুদরত-ই-জাহানসহ ছাত্রদলের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই