আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে শেষ হয়। এরপর সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
বিক্ষোভ পরবর্তী সমাবেশে বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ানের সঞ্চালনায় বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এসময় বক্তারা প্রধান উপদেষ্টার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান।
গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জাবি শিক্ষার্থী তৌহিদ সিয়াম বলেন, যে ফ্যাসিস্ট দল বাংলাদেশে একাধিক গণহত্যা চালিয়েছে তাদেরকে নিষিদ্ধ করার জন্য নতুন কোনো কারণ দরকার নাই। আমরা মনে করি ৫ আগস্ট ছাত্র-জনতা শেখ হাসিনাকে বিদায় করার মাধ্যমে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে।
তিনি আরও বলেন, আমরা ইন্টেরিমকে বলে দিতে চাই আওয়ামী লীগকে ফেরানোর কোনও পরিকল্পনা যদি আপনারা করেন তাহলে ছাত্রজনতা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আপনারা দেখেছেন। ইন্টেরিমের প্রতি আমাদের আহ্বান থাকবে অতি দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, আওয়ামী লীগকে গণহত্যাকারী দল হিসেবে চিহ্নিত করে অতিদ্রুত নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশে কারা রাজনীতি করবে সেটা ঠিক করবে বাংলাদেশের ছাত্র-জনতা। পার্শ্ববর্তী দেশের কোনও দেশের প্রেসক্রিপশনে আর বাংলাদেশ চলবে না।
তিনি আরও বলেন, সেনাবাহিনীকে স্পষ্ট করে বলে দিতে চাই আপনারা জনগণের পাশে থাকুন। আপনারা যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করেন তাহলে ৫ আগস্ট ছাত্র-জনতা শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় দিয়েছে আপনাদের ক্ষেত্রেও একই রায় দেবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ