দেশে ধর্ষণসহ নারীর বিরুদ্ধে বিভিন্ন সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রবিবার (৯ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে জেন্ডার এন্ড ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা এতে অংশ নেন।
মানববন্ধনে নারী শিক্ষার্থীরা বলেন, 'সারা দেশে যা চলতেছে তাতে আমাদের বাসা বের হতে ভয় হয়। আমরা এগুলো আর মেনে নিতে পারছি না। যে দলের বা মতের হোক না কেনো ধর্ষককে নারীর কান্না ফুরানোর আগেই শাস্তি দিতে হবে। যাতে কেউ যেন ধর্ষণের মতো অপকর্মের দুঃসাহস না দেখায়।
এছাড়া ধর্ষককে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে মামলা দ্রুত নিষ্পত্তি করার দাবি জানানো হয়।
জেন্ডার এন্ড ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রধান মীর তামান্না ছিদ্দিকা বলেন, সাম্প্রতিক সময়ে একটি গবেষণায় উঠে এসেছে ৮২ শতাংশ নারী নিজ গৃহের মধ্যেই নিকট আত্মীয়ের মাধ্যমে নির্যাতিত হচ্ছে।
বেরোবি প্রক্টর ড. ফেরদৌস রহমান বলেন, বর্তমানে যা চলতেছে তাতে নিজেকে পুরুষ হিসাবে পরিচয় দিতে লজ্জা লাগছে। এ সময়ে ধর্ষণের মতো ঘটনা মনে হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ কেও হার মানাবে। এই ধর্ষকদের জনসম্মুখে শাস্তি দিতে হবে। কোন ধর্ষণকারীর জায়গা এই বাংলার মাটিতে হবে না।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি মিডিয়া চত্বর থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের ১ নং ফটকের সামনে গিয়ে শেষ হয়।
বিডি প্রতিদিন/মুসা