সরকারের সেবার মান সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে গ্রাম আদালত বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে। উপজেলা প্রশাসন মনে করছেন সঠিকভাবে গ্রাম আদালত বাস্তবায়ন হলে কমে আসবে মামলার জটিলতা।
মঙ্গলবার সদর উপজেলা পরিষদ হল রুমে এই প্রশিক্ষণের সমানপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম।
প্রশিক্ষণে দেওয়ানী মামলায় ২০ টাকা এবং ফৌজদারীতে ১০ টাকায় ৭ থেকে ৯০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তি হয় বলে জানানো হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত এই প্রশিক্ষণে সদরের রাজাগাঁও, আউলিয়াপুর, শুখানপুকুরী, গড়েয়া, চিলারং, রহিমানপুর ইউনিয়নের প্রতিনিধিদের গ্রাম আদালত গঠন, ফৌজদারী ও দেওয়ানী মামলা দ্রুত নিষ্পত্তি সম্পর্কে ধারণা দেওয়া হয়।
গ্রাম আদালত বাস্তবায়ন হলে মামলার জটিলতা অনেকটাই কমে আসবে বলে মনে করছেন এই উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম।
বিডি প্রতিদিন/নাজমুল