সারাদেশে চলমান ধর্ষণ, ছিনতাই ও ডাকাতির প্রতিবাদে মিছিল করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা ছাত্রদল। মঙ্গলবার রাত ১১ টাই ক্যাম্পাস প্রদক্ষিণ করে মিছিল করেন তারা। এসময় সংগঠনটির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে ধর্ষণের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা “আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই”, “একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জেলে ভর”,“সারা বাংলা খবর দে, ধর্ষকের কবর দে”, “ছাত্রদল যুদ্ধে, ধর্ষকের বিরুদ্ধে” বলে স্লোগান দেন।
মিছিল থেকে ছাত্রদল নেতাকর্মীরা বলেন, দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। অপরাধীরা পার পেয়ে যাওয়ার কারণে এসব অপরাধ সমাজে মহামারি আকার ধারণ করছে। বক্তারা বিচারহীনতার সংস্কৃতিকে দায়ী করে ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মিছিল শেষে শেকৃবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলমগীর কবির বলেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সহ সব জায়গায় ধর্ষণ, চুরি ও ডাকাতি চলমান রয়েছে। বিগত ২৪ ঘণ্টায় আমরা এমন অসংখ্য ঘটনার সংবাদ পেয়েছি। সেই সমস্থ ঘটনার প্রতিবাদে আমরা প্রশাসনের কাছে, সরকারের কাছে বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করেছি। তিনি আরো জানেন, আমরা অতিদ্রুত বাংলাদেশে আগের মতো শান্তি চাই। যাতে বাংলার মানুষ অবাধে চলাচল করতে পারে জীবনের নিরাপত্তা নিয়ে।
সভাপতি তাপস কবির বলেন, জুলাই বিপ্লবের অসংখ্য শিক্ষার্থীর জীবনের বিনিময়ে আমরা এই পর্যায়ে আসছি, এখন দায়িত্ব আমাদের উপর। আমরা সবাই এই আন্দোলনে ছিলাম, অংশগ্রহণ করেছি। তাই অপরাধীদের সঠিক বিচার ও দেশে আইনশৃংখলার উন্নতি করতে আমাদের সকলকে হাতে হাত রেখে কাজ করে যেতে হবে।
বিডি প্রতিদিন/হিমেল