শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষা শহীদদের কবর জিয়ারত ও দু'আ মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়।
শুক্রবার বাদ ফজর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দু'আ মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি এস এম ফরহাদ, সেক্রেটারি মহিউদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক কাজী আশিকুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
দু'আর পূর্বে সংক্ষিপ্ত আলোচনা পেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ।
আলোচনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম দু'আ পরিচালনা করেন। দু'আ মাহফিল শেষে উপস্থিত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদের নেতৃত্বে ভাষা শহীদদের কবর জিয়ারত করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় সেক্রেটারি মহিউদ্দিন খান বলেন, দু'আ শ্রেষ্ঠ উপহার। তাই দু'আর মাধ্যমেই ২১ শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে আমরা ভাষা শহীদদের স্মরণ করছি। পাশাপাশি শহীদদের কবর জিয়ারত করা আমাদের এই অঞ্চলের সাংস্কৃতিক পরিচায়কও বটে।
বিডি-প্রতিদিন/শফিক