নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) পাঁচ দিনব্যাপী অমর একুশে বইমেলা ২০২৫-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় খেলার মাঠে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক। এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ।
উদ্বোধনী বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক বলেন, "ডিজিটাল যুগে আমাদের ডিভাইসে আসক্তি কমিয়ে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। প্রিন্টেড বইয়ের যে আনন্দ, সেটি অন্য কোনো মাধ্যমে পাওয়া সম্ভব নয়। আমরা চাই একটি মেধাবী প্রজন্ম গড়ে উঠুক, যা শুধুমাত্র বই পড়ার মাধ্যমেই সম্ভব।"
উল্লেখ্য, ‘বইয়ের পাতায় চিন্তার বিপ্লব’ স্লোগানকে প্রতিপাদ্য করে ২০ থেকে ২৪ ফেব্রুয়ারি ২০২৫ পাঁচ দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
বইমেলার আয়োজনে রয়েছে— বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, নোবিপ্রবি শাখা। শব্দ কুটির, রোটারেক্ট ক্লাব, এন্টারপ্রেনারশিপ ক্লাব, এমআইএস নেট।
এ মেলার মাধ্যমে শিক্ষার্থীরা বই পড়ার প্রতি আরও উৎসাহী হবে বলে আয়োজকদের আশা। একুশের চেতনা ধারণ করে নোবিপ্রবির এই আয়োজন গবেষণা, জ্ঞানচর্চা এবং পাঠাভ্যাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিডি প্রতিদিন/আশিক