শিক্ষক সংকট নিরসনের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেকে) শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় হাসপাতালের প্রধান গেটের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালনকালে চার শিক্ষককে পদায়ন করে জারী করা প্রজ্ঞাপনেও অগ্নিসংযোগ করা হয়।
এর আগে কলেজের একাডেমিক ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাসপাতালের প্রধান গেটের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বান্দরোড অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
আন্দোলকারী শিক্ষার্থীরা জানান, কলেজে মোট ৩৩৪ জন শিক্ষকের পদের বিপরীতে ১৪৬টি পদে শিক্ষক রয়েছে। বাকী ৫৬ ভাগ শিক্ষকের পদ শূন্য। যার ফলে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম বিঘ্ন হচ্ছে। এই পরিস্থিতিতে শিক্ষক সংকট নিরসনের দাবিতে গত সোমবার থেকে কলেজে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে তারা। কিন্তু তাঁদের দাবি মানা হয়নি।
শিক্ষার্থীরা বলেন, আন্দোলনের মধ্যে গতকাল স্বাস্থ্য অধিদপ্তর ৪ জন শিক্ষককে কলেজে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছেন। যেখানে কোন সিনিয়র বা অভিজ্ঞ শিক্ষক নেই। অথচ গত কয়েকমাস এ কলেজে থাকা অভিজ্ঞ শিক্ষকদের বিনা কারণে বদলি করে অন্যত্র পাঠিয়েছে মন্ত্রণালয়।
শিক্ষার্থী নাঈম বলেন, শিক্ষকদের পদায়নের বিষয়টি শিক্ষার্থীদের দাবির প্রতি প্রহসনের শামিল হয়ে গেছে। তাই শিক্ষার্থীরা ওই প্রজ্ঞাপন বর্জন করেছেন।
এদিকে, যতক্ষণ পর্যন্ত দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/জামশেদ