ঐতিহাসিক ৭ নভেম্বরে দেশ ও জাতি আবার নতুন করে আমাদের স্বাধীনতার মুক্তি হয়েছিল বলে মন্তব্য করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (কাশিয়ানী- মুকসুদপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম।
শুক্রবার(৭ নভেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়ন মহিলা দল ও ছাত্রদল আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সেলিমুজ্জামান বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর ঐতিহাসিক সিপাহি–জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশকে সেই কাঙ্ক্ষিত পথে ফিরিয়ে আনার এক সম্ভাবনা তৈরি হয়েছিল। যেখানে প্রতিটি মানুষের স্বাধীনতা থাকবে, প্রতিটি মানুষের মৌলিক অধিকার থাকবে, প্রতিটি মানুষ নিজের মতো করে বাঁচবে।
তিনি বলেন, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নেতৃত্বেই শুধু আসেননি, পুরো একটি বিভক্ত জাতিকে এক এবং তিনি সবাইকে ঐক্যবদ্ধ করেছিলেন।
এসময় উপস্থিত ছিলেন রাজনৈতিক বিশ্লেষক সাবরিনা বিনতে আহমেদ, কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাহিত্য ও প্রকাশনা সহ-সম্পাদক মাহমুদুল হাসান প্রমুখ।
বিডি-প্রতিদিন/তানিয়া