গোপালগঞ্জের কোটালীপাড়ায় শিক্ষার্থীকে থাপ্পড় মারার ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিনদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া অভিযোগ ওঠা শিক্ষককে শোকজ করা হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) কোটালীপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইসমাইল তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শিক্ষার্থীকে থাপ্পড় মারার অভিযোগ পেয়ে স্কুল পরিদর্শন করেছি। ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবক থাপ্পড় মারার কথা স্বীকার করেছে। কিন্তু অভিযোগ ওঠা শিক্ষক ধাপ্পড় মারার কথা অস্বীকার করেছেন। তবে ঘটনার সত্যতা পেয়ে ওই শিক্ষককে শোকজ করা হয়েছে।
শোকজের সন্তোষজনক জবাব না পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে সন্তোষজনক জবাব পেলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মতিতে তাকে চাকরিতে বহাল রাখা যেতে পারে।
এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার গঠিত ৩ সদস্যের তদন্ত কমিটি কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগুফতা হক বলেন, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, অষ্টশ শ্রেণির শিক্ষার্থী স্বাধীন হালদার অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। নিয়মিত বিদ্যালয়ে যেতে না পারায় গত ৩০ নভেম্বর সহকারী প্রধান শিক্ষক পরিমল বিশ্বাস তাকে শ্রেণিকক্ষে থাপ্পড় মারেন। এতে তার কানের পর্দা ফেটে রক্ত বের হয়। পরে বাড়িতে গিয়ে ওই শিক্ষার্থী অভিভাবকদের বিষয়টি জানান। এরপর বিষয়টি জানাজানি হলে তদন্ত কমিটি গঠন করা হয়।
বিডি প্রতিদিন/কামাল