গাজীপুরের টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া স্বপদে যোগদানের পর রবিবার (২৬ অক্টোবর) সকালে প্রতিষ্ঠান প্রাঙ্গণে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেন।
সভায় বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষকবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানিয়ে অধ্যক্ষকে বরণ করে নেন।
মতবিনিময় সভায় অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া বলেন, ‘প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সবাইকে নিজ নিজ দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করলেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারব।’
ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন-অর-রশিদ বলেন, ‘স্যার আমাদের মাঝে ফিরে এসেছেন-এটি আমাদের জন্য আনন্দের বিষয়। আমরা সবাই একসাথে প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করব।’
পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার। আমার বিরুদ্ধে একটি মহল মিথ্যা মামলা করেছে। আল্লাহর রহমতে আমি আবার আমার প্রিয় প্রতিষ্ঠানে ফিরে এসেছি।’
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত ২২ এপ্রিল র্যাব তাকে গ্রেফতার করে। পরে গত ৯ অক্টোবর তিনি স্থায়ী জামিন পান।
বিডি-প্রতিদিন/জামশেদ