ভারতে চলমান নারী ওয়ানডে বিশ্বকাপের মাঝেই ভয়াবহ এক ঘটনার অভিযোগ তুলেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। ইন্দোরে ঘুরতে গিয়ে এক বাইক আরোহীর হাতে শ্লীলতাহানির শিকার হয়েছেন দলের দুই ক্রিকেটার। ঘটনাটি ঘটেছে গত ২৩ অক্টোবর সন্ধ্যায়। অভিযুক্ত আকিল হোসেন নামে এক তরুণকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, ইন্দোরের খাজরানা রোডে একটি ক্যাফেতে যাচ্ছিলেন দুই অজি ক্রিকেটার। হোটেল থেকে বের হওয়ার কিছুক্ষণ পরই একটি মোটরবাইক তাদের অনুসরণ করতে থাকে। ক্যাফের কাছে পৌঁছাতেই বাইক আরোহী হঠাৎ তাদের শরীরে অশালীনভাবে হাত দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে দুই ক্রিকেটার হোটেলে ফিরে বিষয়টি কর্তৃপক্ষকে জানান। সঙ্গে সঙ্গে এমআইজি থানায় ভারতীয় ন্যায় সংহিতার ৭৪ ও ৭৮ ধারায় মামলা দায়ের করা হয়।
ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “শনিবার রাতে ইন্দোরের একটি ক্যাফেতে যাওয়ার পথে আমাদের দুই নারী ক্রিকেটার অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়েছেন। বিষয়টি আমরা স্থানীয় পুলিশের হাতে তুলে দিয়েছি।”
অভিযুক্ত আকিল হোসেনকে গ্রেপ্তারের পর একটি ভিডিও প্রকাশ করেছে ভারতীয় সংবাদসংস্থা এএনআই, যেখানে দেখা যায় তিনি হাত ও পায়ে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় খুঁড়িয়ে হাঁটছেন। মধ্যপ্রদেশ পুলিশের কর্মকর্তা এম.বি. রামেশ্বর শর্মা বলেন, “অভিযুক্তকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এমন অপরাধীদের আমরা সম্পূর্ণভাবে নির্মূল করতে চাই।”
মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানায়, “এই অনুপযুক্ত ও বিরক্তিকর ঘটনায় আমরা গভীরভাবে ব্যথিত। অস্ট্রেলিয়া নারী দলের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কৈলাশ বিজয়ভারগিয়া বলেন, “এটি শুধু নারী ক্রিকেটারদের সঙ্গে বাজে আচরণ নয়, বরং ভারতের ইমেজের ওপর কলঙ্ক।” পুলিশের বরাতে দ্য ইকোনমিক টাইমস জানায়, আকিল হোসেনের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে।
এ ঘটনার পর নারী নিরাপত্তা ও যৌন হয়রানির বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিক মহলে নতুন করে প্রতিবাদের ঝড় উঠেছে।
অন্যদিকে, মাঠের পারফরম্যান্সে অস্ট্রেলিয়া এখনো অপ্রতিরোধ্য। প্রোটিয়াদের মাত্র ৯৭ রানে গুটিয়ে দিয়ে ৭ উইকেটে জিতেছে তারা। ৭ ম্যাচে ৬ জয় ও ১টি পরিত্যক্ত নিয়ে ১৩ পয়েন্ট অর্জন করে শীর্ষে থেকে সেমিফাইনালে উঠেছে হিলির নেতৃত্বাধীন দল। ৩০ অক্টোবর নাভি মুম্বাইয়ে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ভারত।
বিডি প্রতিদিন/আশিক