যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে সৌদি আরব সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। রবিবার দেশটির পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফ আই আই নাইন) এর নবম সম্মেলনে অংশগ্রহণের জন্য ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সৌদি আরব সফর করবেন শেহবাজ।
বিবৃতিতে আরও বলা হয়, বিষয়ভিত্তিক আলোচনা ছাড়াও বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি খাতে সহযোগিতার বিষয়ে সৌদি সরকারে সঙ্গে আলোচনা হবে। এছাড়া ভূ-রাজনৈতিক পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনার সুযোগ রয়েছে।
সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি, প্রধানমন্ত্রী অন্যান্য অংশগ্রহণকারী দেশের নেতা এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গেও মতবিনিময় করবেন।
পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সফরে অর্থনৈতিক-কূটনীতিকে এগিয়ে নেওয়ার এবং বিনিয়োগ, প্রযুক্তি এবং টেকসই উন্নয়নে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার প্রতি পাকিস্তান জোর দেবে। সৌদি আরবের সঙ্গে পূর্বেন সম্পর্ককে আরও গভীর করার দিকে আলোচনা এগিয়ে নেওয়া হবে।
গত ১৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেহবাজ রিয়াদ সফরে সৌদি আরবের সঙ্গে যুগান্তকারী প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী, কোনো একটি দেশের ওপর আক্রমণ হলে উভয় দেশের ওপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে। উভয় দেশের সেনা, নৌ ও বিমানবাহিনী আরও বেশি সহযোগিতা করবে।
সূত্র: জিও নিউজ
বিডিপ্রতিদিন/এমই