জাতীয় দলে ফেরাটা একদমই সুখকর হলো না কেন উইলিয়ামসনের। দীর্ঘ সাত মাস পর দলে ফেরেন নিউজিল্যান্ডের এই অভিজ্ঞ ব্যাটার। তবে রানের দেখা পাননি। ক্রিজে গিয়ে এক বলের বেশি টিকতে পারলেন না তিনি।
মাউন্ট মঙ্গানুইয়ে রবিবার ইংল্যান্ডের বিপক্ষে ২২৪ রানের লক্ষ্যে দ্বিতীয় ওভারে ক্রিজে যান উইলিয়ামসন। প্রথম বলে তাকে চমৎকার আউটসুইং ডেলিভারি করেন ব্রাইডন কার্স। রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার চেষ্টা করেন উইলিয়ামসন। তার ব্যাটের বাইরের কানা ছুঁয়ে বল জমা পড়ে জস বাটলারের গ্লাভসে। হতাশ চাহনিতে মাঠ ছাড়েন ৩৫ বছর বয়সী ব্যাটার।
প্রায় ১৫ বছর ও ১৭৪ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এটিই উইলিয়ামসনের প্রথম গোল্ডেন ডাক। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে তার পঞ্চম গোল্ডেন ডাক এটি। টি-টোয়েন্টিতে তিনবার ও টেস্টে একবার প্রথম বলে আউট হয়েছেন তিনি।
বিডি প্রতিদিন/নাজিম