বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচারে নওগাঁর নিয়ামতপুরে চলছে গ্রামে গ্রামে উঠান বৈঠক। শনিবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ কর্মসূচি চালান উপজেলা বিএনপির সহসভাপতি নুরুল ইসলাম।
রাত ৯টার দিকে উপজেলার রামকুড়া গ্রামের মন্দিরের সামনে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে অংশ নেন শতাধিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারী-পুরুষসহ স্থানীয় নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সামছুদ্দিন, রনি ও রকিসহ অন্যরা।
বৈঠকের শেষে উপস্থিত স্থানীয়দের হাতে বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয় এবং প্রতিটি দফার তাৎপর্য তুলে ধরা হয়।
স্থানীয়রা বিএনপির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আগামীতে ঐক্যবদ্ধভাবে দলের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিডি প্রতিদিন/হিমেল