নারায়ণগঞ্জের বিসিক শিল্প এলাকায় একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাঁদের সবাইকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে কারখানাটির নিচতলায় অবস্থিত বয়লার রুমে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন— আলআমিন (৩০), আজিজুল্লা (৩২), সেলিম (৩৫), জালাল মোল্লা (৪০), নাজমুল হুদা (৩৫) ও নুর মোহাম্মদ (৩৫)।
প্রত্যক্ষদর্শী শ্রমিকদের বরাতে জানা গেছে, সকালে বয়লার রুমে কাজ চলার সময় হঠাৎ গ্যাস লাইনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে রুমজুড়ে আগুন ছড়িয়ে পড়ে। এতে ছয় শ্রমিকের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। সহকর্মীরা দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, দগ্ধ ছয়জনকে ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। সবার অবস্থাই গুরুতর। কার কত শতাংশ পুড়েছে তা প্রাথমিক চিকিৎসা শেষে নির্ধারণ করা যাবে।
এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও দমকল বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
বিডি প্রতিদিন/হিমেল