রাজধানী ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে আনা এক কেজি ২০ গ্রাম ওজনের আটটি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব স্বর্ণের আনুমানিক মূল্য এক কোটি ৮৩ লাখ ২৪ হাজার টাকা বলে জানা গেছে।
আটক ব্যক্তির নাম শেখ অলিউল্লাহ (৫৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার মধ্যকটিয়া গ্রামের শেখ আরিজুল্লাহর ছেলে।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর সাড়ে ৬টার দিকে যশোর সদর উপজেলার মুড়লী মোড় এলাকায় অভিযান চালায় বিজিবির একটি দল। অভিযানের সময় অলিউল্লাহ নামে এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালালে তার কোমরে বিশেষ কায়দায় লুকানো এক কেজি ২০ গ্রাম ওজনের আটটি স্বর্ণের বার এবং ১.৪৫ গ্রাম ওজনের একটি স্বর্ণের আংটি উদ্ধার করা হয়।
বিজিবি অধিনায়ক জানান, উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক মূল্য এক কোটি ৮৩ লাখ ২৪ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অলিউল্লাহ বিজিবিকে জানান, তিনি ঢাকার যাত্রাবাড়ি এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে ভারতে পাচারের উদ্দেশ্যে যশোর সীমান্তে নিয়ে যাচ্ছিলেন।
এ ঘটনায় আটক অলিউল্লাহর বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।
বিডি-প্রতিদিন/মাইনুল