ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ইসরায়েল বলেছে, এটি ইসলামী প্রজাতন্ত্রের পারমাণবিক কর্মসূচিতে প্রতিশ্রুতি লঙ্ঘনের সরাসরি প্রতিক্রিয়া।
ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানায়।
এএফপি জানায়, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স-এ এক বার্তায় বলেছে, ‘এটি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তাদের প্রতিশ্রুতি লঙ্ঘনের একটি বড় প্রতিক্রিয়া, বিশেষ করে তাদের সামরিক পারমাণবিক কর্মসূচির বিষয়ে। লক্ষ্য স্পষ্ট : ইরানের পারমাণবিক অস্ত্রধারী হওয়া প্রতিরোধ করা। বিশ্বের সবাইকে এই লক্ষ্য অর্জনে সমস্ত উপায় ব্যবহার করতে হবে।’
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২০০৬ থেকে ২০১০ সালের মধ্যে গৃহীত বিভিন্ন প্রস্তাবের মাধ্যমে ইরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা শনিবার ইউরোপের স্থানীয় সময় রাত ৮টার দিকে পুনর্বহাল করা হয়েছে। চলতি সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে এসব নিষেধাজ্ঞা ফেরানোর প্রক্রিয়া বিলম্বিত করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়।
ইরান ২০১৫ সালের পারমাণবিক চুক্তি লঙ্ঘন করেছে অভিযোগ তুলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া শুরু করে যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি। ইরানকে পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন করা থেকে বিরত রাখাই ছিল ওই চুক্তির লক্ষ্য। যদিও পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ বরাবরের মতো অস্বীকার করে আসছে তেহরান।
বিডি প্রতিদিন/নাজিম