বাবা-মা হারা, এমনকি দ্বীনি শিক্ষার জন্য পরিবার ছাড়া শিশুদের সাথে রাতের খাবার ভাগ করে খেলেন শুভসংঘের বন্ধুরা। জয়পুরহাট জেলার কালাই উপজেলার দাউদিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় বুধবার বিকাল থেকে চলে রান্নাবান্না, এতিম, অসহায় ও হাফেজ শিশুদের সাথে গল্প ও খেলাধুলা। জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলা শাখার বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা এ আয়োজন করেন।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠ পত্রিকার ক্ষেতলাল, জয়পুরহাট প্রতিনিধি এম রাসেল আহমেদ। বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল শাখার সহসভাপতি রাব্বিউল হাসান জিন্না, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক শিহাব শামীম, দাউদিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক হাফেজ মো. ইব্রাহীম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় এম রাসেল আহমেদ বলেন, "শুভকাজে সবার পাশে থাকাই আমাদের লক্ষ্য। আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি, কিন্তু যাদের বাবা নেই, মা নেই, তারা চাইলে সে ধরনের খাবার খেতে পারে না। এ কথা চিন্তা করে শুভসংঘের বন্ধুদের সাথে নিয়ে এতিম বাচ্চাদের সাথে রাতের খাবার খেয়েছি। আমাদের উচিত সমাজের এতিম, মিসকিন, বিধবা, অনাথ-অনাথিনী, পথিক-মুসাফির, প্রবাসী, সুবিধাবঞ্চিত মানুষদের খাবার দেওয়া এবং খাবারের বিষয়ে উৎসাহিত করা।"
শুভসংঘের বন্ধুরা এসব বাচ্চাদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন এবং যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস দেন। সেখানে বসুন্ধরা শুভসংঘের এই ভালো কাজের জন্য আল্লাহর কাছে দোয়া করেন প্রতিষ্ঠানের মুরব্বিরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন, প্রচার সম্পাদক আরমান হোসেন, সদস্য আল আমিন, রবিউল ইসলাম, আ. মোমিন, ফরহাদ হোসেন, জাকিরুল, জহুরুল ইসলাম, এরফান আলী ও এমদাদুল হক প্রমুখ।
বিডি প্রতিদিন/আশিক