খাগড়াছড়িতে বাংলাদেশ প্রতিদিনের ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে ইফতার মাহফিল ও আলোচনা সভা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য। প্রধান অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ। তিনি বলেন, বাংলাদেশ প্রতিদিন একটি ব্যাপক জনপ্রিয় পত্রিকা। এ পত্রিকা দেশের অনিয়ম-দুর্নীতিসহ বিভিন্ন নিউজ পাঠকদের জন্য তুলে ধরেন। তিনি ১৬ বছর পদার্পণে পত্রিকার সাথে জড়িত সকলের প্রতি শুভেচ্ছা ও জ্ঞাপন করেন।
স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি ও প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ জহুরুল আলম। আলোচনা সভায় অংশ নেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, খাগড়াছড়ি জেলা জামাতের এসিস্ট্যান্ট সহকারী আবু ইউসুফ, সনাকের সহ-সভাপতি অংসু মারমা, সদরের ওসি বাতেন মৃধা, বৈষম্যবিরোধী ছাত্রনেতা আমিনুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচএম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সমীর মল্লিক, ক্লাবের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম সবুজসহ সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
আলোচনা সভা শেষে হাফেজ মাওলানা এটিএম তারেক দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
বিডি প্রতিদিন/নাজমুল