নগরায়ণের চাপের মধ্যেও রাজধানী ঢাকাতে এখনো টিকে আছে ২ শতাধিক প্রজাতির বণ্যপ্রাণী। তবে খাদ্য সংকট, আবাসস্থল ধ্বংস, মাটি ও জলাশয় দূষণের কারণে এসব প্রাণীর অনেকই এখন বিপন্ন প্রায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. ফিরোজ জামানের নেতৃত্বে চালানো এক গবেষণায় এমন চিত্র উঠে আসে। ইতালির বায়োডাইভার্সিটি জার্নালে প্রকাশিত ওই গবেষণায় দেখা যায় ঢাকাতে এখনো সবুজ গেছো ব্যাঙ, কটকটি ব্যাঙ, ঘড়িয়াল, তক্ষক, গুইসাপ, ভীমরাজ, ঝিঁঝি ব্যাঙ, দেশি শুশুক, বসন্ত বাউরি, ফিঙে, খৈয়া গোখরা, পদ্মগোখরা, সুতা সাপ, বানর, শিয়াল, বনবিড়াল, ডলফিন, সুন্ধি কাছিম, তরাকরি কাইট্টা, বিরল প্রজাতির ভুবনচিল, লালবুক টিয়াসহ টিকে আছে অন্তত ২০৯ প্রজাতির বন্যপ্রাণী।
গবেষণাটি চালানো হয় ঢাকার রমনা, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, জাতীয় উদ্ভিদ উদ্যান, দিয়াবাড়ী, উত্তরা, খিলক্ষেত, রামপুরার আফতাবনগর, বুড়িগঙ্গা এবং তুরাগ নদসহ মোট ২২টি এলাকা এবং এর আশপাশের জলাশয় ও বনভূমিতে। অধ্যাপক ফিরোজ জামান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বছর তিনেক আগে গবেষণাটি করার সময় অনেক প্রজাতি ঢাকায় পাওয়া গিয়েছিল, যেগুলো বাংলাদেশে বিপন্নের তালিকায় রয়েছে। এখন স্থানীয়ভাবে এগুলোকে আর দেখা যায় না। একদিকে বাসস্থান কমছে, গাছপালা-ঝোপঝাড় কাটা হচ্ছে, খাবার কমছে, অন্যদিকে নদী-খাল-বিলের পানি ভয়াবহ বিষাক্ত হয়ে গেছে। সংরক্ষণের ব্যবস্থা না নিলে অচিরেই এসব প্রাণী হারিয়ে যাবে।
বিডি প্রতিদিন/এমআই