তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে মাদক, সন্ত্রাস ও নৈতিক অবক্ষয় থেকে দূরে রাখতে নওগাঁর পোরশায় স্থানীয় ক্লাবের খেলোয়াড়দের মাঝে ফুটবল ও জার্সি বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সকালে পোরশার তাঁতিপাড়া মোড়ে আয়োজিত এ অনুষ্ঠানে নিয়ামতপুর, পোরশা ও সাপাহার উপজেলার মোট ১১টি ক্লাবের খেলোয়াড়দের হাতে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহারসামগ্রী বিতরণ করেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য শামসুদ্দীন, সাবেক সদস্য ইছাহক আলীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নুরুল ইসলাম বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির অন্যতম ভিত্তি তরুণ প্রজন্ম। আমরা চাই, যুব সমাজ খেলাধুলা, শিক্ষা ও ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলুক। এই তরুণরাই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে।’
বিডি প্রতিদিন/জামশেদ