গুগল তাদের সার্চ ইঞ্জিনে যুক্ত করেছে নতুন একটি ফিচার, যার মাধ্যমে ব্যবহারকারীরা এখন চাইলে সার্চ ফলাফল থেকে স্পনসর্ড বা বিজ্ঞাপনভিত্তিক ফলাফলগুলো লুকিয়ে রাখতে পারবেন। এতে সার্চ পেজ হবে আরও পরিষ্কার।
নতুন এই পরিবর্তনের লক্ষ্য হলো ব্যবহারকারীদের জন্য সার্চ অভিজ্ঞতা আরও স্বচ্ছ ও আরামদায়ক করে তোলা। গুগল জানিয়েছে, বিজ্ঞাপনগুলো আগের মতোই আকার ও বিন্যাসে প্রদর্শিত হবে, তবে এখন প্রতিটিতে থাকবে পরিষ্কারভাবে দৃশ্যমান “advertisement” লেবেল।
যারা চান বিজ্ঞাপনমুক্ত অভিজ্ঞতা, তাদের জন্য সার্চ ফলাফলের উপরের অংশে যুক্ত করা হয়েছে একটি আলাদা অপশন—“Hide sponsored results”। অপশনটি সক্রিয় করলে বিজ্ঞাপনসমূহ সাময়িকভাবে লুকিয়ে রাখা যাবে।
গুগলের অভ্যন্তরীণ পরীক্ষায় দেখা গেছে, এই নতুন ফিচারটি ব্যবহারকারীদের সার্চ ফলাফলের উপরের অংশে নেভিগেট করা সহজ করে তুলেছে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, আগের মতোই প্রতি সেকশনে সর্বোচ্চ চারটি টেক্সট বিজ্ঞাপন প্রদর্শিত হবে, যাতে বিজ্ঞাপন ও ব্যবহারকারীর অভিজ্ঞতার মধ্যে ভারসাম্য বজায় থাকে।
ফিচারটি চালু থাকলে সব স্পনসর্ড ফলাফল একসঙ্গে একটি collapsible section–এ জমা হবে। ব্যবহারকারীরা চাইলে “Hide sponsored results” বোতামে ক্লিক করে ওই অংশটি সংকুচিত করতে পারবেন। আবার যেকোনো সময় একই বোতামে ক্লিক করেই বিজ্ঞাপনগুলো ফিরিয়ে আনা সম্ভব হবে।
নতুন এই টগল ব্যবস্থা ব্যবহারকারীদের হাতে দিচ্ছে সার্চ পেজে প্রচারমূলক কনটেন্ট নিয়ন্ত্রণের পূর্ণ স্বাধীনতা। পাশাপাশি গুগল জানিয়েছে, নতুন এই লেবেলিং ব্যবস্থা সার্চ ফলাফলের অন্য বিজ্ঞাপন ব্লক—যেমন টেক্সট প্রোমোশন, শপিং লিঙ্ক বা অন্যান্য স্পনসর্ড কনটেন্টের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। ফলে সার্চের সব ফরম্যাটেই একই রকম স্বচ্ছতা বজায় থাকবে।
গুগল নিশ্চিত করেছে, এই আপডেটটি বিশ্বব্যাপী চালু করা হচ্ছে, যা ডেস্কটপ ও মোবাইল উভয় সংস্করণেই পাওয়া যাবে। প্রতিষ্ঠানটির দাবি, এই নতুন সংযোজনের মাধ্যমে সার্চ অভিজ্ঞতা হবে আরও ব্যক্তিনির্ভর, সহজ।
সূত্র: উবারগিজমো
বিডি প্রতিদিন/আশিক