প্রথমবারের মতো হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট এইচএস-১ সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করেছে পাকিস্তান। স্যাটেলাইটটি চীনে থেকে উৎক্ষেপণ করা হয় এবং পুরো কার্যক্রমের সরাসরি সম্প্রচার করা হয় পাকিস্তানের স্পেস অ্যান্ড আপার অ্যাটমস্ফিয়ার রিসার্চ কমিশনের (সুপারকো) করাচি কমপ্লেক্স থেকে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সুপারকো জানিয়েছে- এইচএস-১ বন্যা ও ভূমিধসের পূর্বাভাস দিতে এবং পরিবেশগত পরিবর্তন পর্যবেক্ষণ করতে সাহায্য করবে।
সুপারকোর একজন মুখপাত্র জানিয়েছেন, পাকিস্তানি বিজ্ঞানী ও প্রকৌশলীদের উপস্থিতিতে উৎক্ষেপণের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়। স্যাটেলাইটটি বন্যা ও ভূমিধস পূর্বাভাস দেওয়া, পরিবেশগত পরিবর্তন পর্যবেক্ষণ, ভূতাত্ত্বিক ঝুঁকি শনাক্তকরণসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পাশাপাশি এটি অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা ও নগরায়ন ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনার দ্বারও উন্মোচন করবে বলে জানান তিনি। মুখপাত্র এই উৎক্ষেপণকে পাকিস্তানের জাতীয় মহাকাশ নীতি ও ভিশন ২০৪৭-এর এক গুরুত্বপূর্ণ অর্জন হিসেবেও উল্লেখ করেন।
তিনি জানান, এ বছর এটি পাকিস্তানের তৃতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ, এর আগে ইও-১ এবং কেএস-১ স্যাটেলাইট সফলভাবে কক্ষপথে স্থাপন করা হয় এবং বর্তমানে সেগুলো কার্যক্রম পরিচালনা করছে।
মুখপাত্র বলেন, এই স্যাটেলাইট উৎক্ষেপণের মধ্য দিয়ে পাকিস্তানের মহাকাশ কর্মসূচি প্রযুক্তিগত উন্নয়নের নতুন যুগে প্রবেশ করল। সূত্র: জিও নিউজ
বিডি প্রতিদিন/একেএ