ফোল্ডেবল স্মার্টফোনে স্যামসাং-মটোরোলা ছাড়াও বেশ কিছু সংস্থা ফোল্ডেবল স্মার্টফোন উন্মোচন করেছে। ওই সব ফোনে আরও দ্রুতগতি ও দক্ষতা (পারফরম্যান্স) জুড়ে দিয়েছে অ্যানড্রয়েডের নতুন সংস্করণ। ফলে ডিসপ্লে কোয়ালিটির মান বাড়বে। অ্যানড্রয়েডের নতুন আপডেটে ফোল্ডেবল স্মার্টফোনে দৃশ্যমান হবে নতুন টাস্কবার। ক্যামেরার ব্রাইটনেস বাড়ানো, ফ্ল্যাশলাইট কন্ট্রোল, লো লাইট ক্যামেরা ঘরানা আরও ভালো কাস্টমাইজ করা যাবে এখন।
চলতি অ্যানড্রয়েড সংস্করণের অপারেটিং সিস্টেমের সব স্মার্টফোনে ক্যামেরার মান সুদক্ষ আর মানোন্নত হয়েছে। শুধু একবার ট্যাপ করলেই স্ক্রিনের নির্দিষ্ট অংশ অনায়াসে শেয়ার করা যাবে। আগের মতো পুরো স্ক্রিন শেয়ারের বাধ্যবাধকতা থাকবে না। অ্যাপ থেকে থেমে থেমেই নোটিফিকেশন-অনেক ক্ষেত্রে বিরক্তির কারণ।
তবে অ্যানড্রয়েড-১৫-এর সবশেষ আপডেটে সেই অপ্রয়োজনীয় নোটিফিকেশনের সংখ্যা কমে আসবে। ব্যাংকে বা আর্থিক ব্যবস্থায় ওটিপি হোক-এমন কোনো নোটিফিকেশন যেখানে ব্যক্তিগত তথ্য থাকবে, তা অটোমেটিক গোপন করবে।
বিডি প্রতিদিন/এমআই