বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে তাদের বিশেষ ডুডলে বাংলাদেশের লাল-সবুজ পতাকা যুক্ত করেছে। স্বাধীনতার প্রতি সম্মান জানিয়ে গুগল হোমপেজে এই বিশেষ আয়োজন করেছে।
বুধবার (২৬ মার্চ) দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে এটি দেখা যাচ্ছে।
গুগলের হোমপেজে প্রবেশ করলেই দেখা যাচ্ছে, নীল-সাদা আকাশে বাংলাদেশের লাল-সবুজ পতাকা বাতাসে উড়ছে। নিচে ইংরেজিতে Google লেখা রয়েছে। ডুডলটিতে ক্লিক করলেই বিশেষ একটি পেজ খুলে যাচ্ছে, যেখানে লেখা রয়েছে
‘স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, বাংলাদেশ! আজকের স্বাধীনতা দিবসের ডুডলে বাতাসে উড়তে থাকা বাংলাদেশের পতাকা দেখানো হয়েছে।’
গুগল প্রায়ই বিভিন্ন ঐতিহাসিক ও সাংস্কৃতিক উপলক্ষে বিশেষ ডুডল প্রকাশ করে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে এই বিশেষ ডুডল প্রকাশ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আশিক