গোপালগঞ্জ গণফোরামের ৩১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সুব্রত ভট্টাচার্যকে আহ্বায়ক ও বুলবুল মোল্লাকে সদস্যচিব করা হয়।
শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জের পৌর শপিং কমপ্লেক্সে গণফোরাম কার্যালয়ে এ কমিটি ঘোষণা করেন সভাপতি মন্ডলীর সদস্য শাহ নুরুজ্জামান।
ছয় মাস আগে সংগঠনটির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল। এবারের কমিটিতে ৩ জন যুগ্ম আহ্বায়ক ও ২৬ জনকে সদস্য করা হয়েছে। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরাম মনোনীত প্রার্থী হিসেবে সভাপতি মন্ডলীর সদস্য শাহ মফিজকে গোপালগঞ্জ-২ (গোপালগঞ্জ সদর ও কাশিয়ানী একাংশ) আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
এ সময় শাহ মফিজ, আহ্বায়ক সুব্রত ভট্টাচার্য, সদস্য সচিব বুলবুল মোল্লা, যুগ্ম আহ্বায়ক শিপ্রা বিশ্বাসসহ অনেকে উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এমই