নারী ওয়ানডে বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গেছে নিগার সুলতানার দল। তবে শেষটা জয় দিয়ে শেষ করতে উদগ্রীব হয়ে আছে টাইগ্রেসরা। মুম্বাইয়ে ডি-ওয়াই প্যাটেল স্টেডিয়ামে ম্যাচটি মাঠে শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায়।
অন্যদিকে সেমিফাইনালের টিকিট আগেই নিশ্চিত করে ফেলেছে ভারত। তাদের লক্ষ্য এখন গতি ধরে রাখা ও ফাইনালের প্রস্তুতি আরও শক্ত করা। তিন ম্যাচ হারের পর শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে হরমনপ্রীত কৌরের দল।
এদিকে, ম্যাচটিতে বাংলাদেশের জন্য প্রমাণ করার সুযোগ রয়েছে। ভারতের সঙ্গে সম্প্রতি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলছে বাংলাদেশ। সেজন্য জয়ের সম্ভাবনা রয়েছে। ভারতের বিপক্ষে তাদের ঘরের মাটিতে ওয়ানডে সিরিজ ড্র করেছিল বাংলাদেশ। সে অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে জয়ের আশা করতেই পারে সফরকারীরা।
যদিও এখন পর্যন্ত বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বাজে গেছে ব্যাটিং লাইনআপে। বোলাররা অল্পরানে প্রতিপক্ষকে আটকাতে পারলেও, রানরেট বজায় রেখে খেলতে ব্যর্থ হয়েছেন জ্যোতি, সুপ্তারা। ব্যাটসম্যানরা এবার ভালো ইনিংস গড়তে পারলে ভারতকে হারানো সম্ভব।