দুই দলের সবশেষ ২২ দেখায় ২০টিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগে তো দুই লেগ মিলিয়ে ১০-০ ব্যবধানের জয়ে এই প্রতিপক্ষকে রীতিমতো তুলোধুনো করে ইউরোপ চ্যাম্পিয়নরা। এবার লিগ ওয়ানে ২০২৫-২৬ মৌসুমেও ব্রেস্টের বিপক্ষে হেসেখেলেই জয় পেয়েছে পিএসজি।
প্রতিপক্ষের মাঠে শনিবার ব্রেস্টের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে পিএসজি। সহজ জয়ের ম্যাচে জোড়া গোল করেন ফরাসি চ্যাম্পিয়নদের রাইট-ব্যাক আশরাফ হাকিমি। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে শেষ গোলটি আসে দেসিরে দুয়ের নৈপুণ্যে। এই জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে এখন পিএসজি। নয় ম্যাচে ৬ জয়, ২ ড্র ও এক হারে ২০ পয়েন্ট অর্জন লুইস এনরিকের দলের। এক ম্যাচ কম খেলে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে মার্শেই। আজ রাতে লেনসের বিপক্ষে জিতলে পিএসজিকে টপকে শীর্ষে চলে যাবে ক্লাবটি। নয় ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে ব্রেস্ট।
ম্যাচের সব সমীক্ষাতেই দাপট ছিল পিএসজির। ৭৫ শতাংশ বল নিজেদের কাছে রেখে ১৮টি শট নিয়ে আটটি লক্ষ্যে রেখেছে তারা। যেখানে মোট আটটি শট নিয়ে মাত্র দু’টি গোলমুখে রাখতে পেরেছে স্বাগতিক ব্রেস্ট।
প্রধামার্ধের ধীরগতি ছিল দুই দলের খেলাতেই। প্রথম গোলটি আসে ২৯তম মিনিটে। দুর্দান্ত এক ভলিতে জালের বাম কোণে বল পাঠান হাকিমি। দশ মিনিট পরই ব্যবধান দ্বিগুন করেন মরক্কোর তারকা রাইট-ব্যাক। কাভারাস্কেলিয়ার পাস থেকে বক্সের ভেতর বল পেয়ে দারুণ এক শটে বল জালে জড়ান হাকিমি।
বিরতির পরও কিছুটা নিস্তেজ মনে হচ্ছিল পিএসজির আক্রমণ। তবে কিছুক্ষণ পরই ম্যাচে ব্যবধান কমানোর সুযোগ পায় ব্রেস্ট। স্বাগতিকদের একটি ক্রস পিএসজির বক্সে ক্যাং ইন-লির হাতে লাগে। রেফারির কাছে পেনাল্টির আবেদন জানায় ব্রেস্ট। প্রায় সাত মিনিট ভিএআর চেকের পর পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। তবে ব্যবধান ২-১ করার সুযোগ হাতছাড়া করেন ব্রেস্টের মিডফিল্ডার ডেল কাস্তিয়ো। স্পট কিকটি নিতে দৌড় শুরুর সময় পা পিছলে যায় তাঁর, বল চলে যায় গোলপোস্টের ওপরে।
এরপর আক্রমণের বেগ বাড়ায় পিএসজি। শেষ পর্যন্ত তৃতীয় গোলটিও পেয়ে যায় তারা। বদলি ফরাসি উঙ্গার দেসিরে দুয়ে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করার পর ব্যবধান ৩-০ করেন। জায়ের-এমেরির দারুণ পাসে থেকে ব্রেস্টের রক্ষণকে ফাঁকি দিয়ে লক্ষ্যভেদ করেন দুয়ে।
বিডি প্রতিদিন/নাজিম