আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাম্প্রতিক এক বিবৃতিকে ‘নির্বাচিত, পক্ষপাতদুষ্ট ও আগাম সিদ্ধান্তমূলক’ বলে কঠোর সমালোচনা করেছে পাকিস্তান সরকার।
দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সতর্ক করে বলেছেন, আইসিসির এমন মনোভাব আন্তর্জাতিক ক্রিকেটের নিরপেক্ষতা নষ্ট করছে এবং খেলাকে রাজনৈতিক অঙ্গনে ঠেলে দিচ্ছে। এক্স (সাবেক টুইটার) পোস্টে আতাউল্লাহ তারার লিখেছেন- সন্ত্রাসবাদের সবচেয়ে বড় ভুক্তভোগী দেশ পাকিস্তান আইসিসির পক্ষপাতমূলক ও যাচাইবিহীন মন্তব্য সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে।
সম্প্রতি আইসিসি দাবি করে, আফগানিস্তানের তিন ক্রিকেটার পাকিস্তানের বিমান হামলায় নিহত হয়েছেন। এমন বিতর্কিত মন্তব্য নিয়েই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামাবাদ। তারার বলেন, আইসিসি কোনও স্বাধীন সূত্র বা প্রমাণ ছাড়াই এমন অভিযোগকে সত্য হিসেবে উপস্থাপন করেছে। এটি বৈশ্বিক ক্রিকেট প্রশাসনের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে।
তিনি আরও অভিযোগ করেন, আইসিসির ওই বিবৃতির পরপরই চেয়ারম্যান জয় শাহ ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) একই সুরে মন্তব্য করে একটি পরিকল্পিত প্রতিধ্বনি তৈরি করেছেন। তারারের দাবি, এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে পাকিস্তানবিরোধী অবস্থানকে শক্তিশালী করার চেষ্টা।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান নেতৃত্বের অধীনে আইসিসিকে ঘিরে একাধিক অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি হয়েছে, যেগুলোর লক্ষ্যবস্তু প্রায়ই পাকিস্তান ক্রিকেট। সাম্প্রতিক হ্যান্ডশেক বিতর্কও সেই ধারারই অংশ।
তিনি জোর দিয়ে বলেন, খেলাধুলাকে কখনোই রাজনীতির মঞ্চ বানানো উচিত নয়। আইসিসিকে তার নিরপেক্ষতা, স্বাধীনতা ও ন্যায়নিষ্ঠ অবস্থানে ফিরতে হবে। বর্তমান নেতৃত্বের জাতীয় পরিচয় বা প্রভাব কোনোভাবেই সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখা উচিত নয়।
বিডি-নিউজ/আব্দুল্লাহ