বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেছেন, শেখ হাসিনার শাসনামলে খালেদা জিয়াকে গ্রেপ্তার হয়ে জেল খাটতে হয়েছে। অথচ অনেক নেতার বিরুদ্ধে ১৭ বছর কোনো মামলা হয়নি। বিমানবন্দরে কোনো কোনো নেতাকে রিসিভ করতে আওয়ামী লীগের মেয়রসহ দলটির নেতা-কর্মীরা গিয়েছিলেন। অথচ এরকম নেতারাও এখন বিএনপির দলীয় মনোনয়ন চান।
গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নিজ বাড়ি দক্ষিণ সুরমার তেলিবাজারে ‘ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প’ পরিচালনার সময় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
একই আসনে মনোনয়নপ্রত্যাশী বিএনপির এক নেতাকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, বিগত সময় ফ্যাসিস্টদের সঙ্গে আঁতাত করে যারা মামলা মোকদ্দমা এড়িয়ে চলেছেন, দলের উচিত তাদের মনোনয়ন না দেওয়া।