ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। অনুশীলনে কোমরের পাশের মাংসপেশিতে হালকা টান পড়ে তার। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়েছে, ‘গ্রিন সংক্ষিপ্ত পুনর্বাসন শেষ করে শেফিল্ড শিল্ডের তৃতীয় রাউন্ডের খেলায় ফেরার পথে আছেন, যাতে অ্যাশেজের জন্য প্রস্তুতি অব্যাহত রাখতে পারেন।’
গ্রিনের পরিবর্তে দলে ডাকা হয়েছে মার্নাস লাবুশেনকে। আগামীকাল শেফিল্ড শিল্ড ম্যাচ শেষে অ্যাডিলেড থেকে পার্থে অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াডে যোগ দিবেন এই ব্যাটার। পরদিনই ভারতের বিপক্ষে ৫০ ওভারের সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে অস্ট্রেলিয়া।
চোট কাটিয়ে সম্প্রতি আবার পুনরুদ্ধমে বল করা শুরু করেছিলেন গ্রিন। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে না খেলে গত সপ্তাহে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে শিল্ড ম্যাচে খেলেন ২৬ বছর বয়সী অলাউন্ডার। সেই ম্যাচে ৪ ওভার বল করে একটি উইকেটও পান তিনি।
গ্রিনের চোটে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে অভিষেক হতে পারে ম্যাথিউ রেনশরের। বাঁ হাতি এই ব্যাটার অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে শেষ চার ম্যাচে ৫০ গড়ে রান করেছেন। স্ট্রাইক রেটও দারুণ দুই বছরেরও বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা এই ব্যাটারের। ভারতের বিপক্ষে চার নম্বরে ব্যাটিংয়ে নামতে পারেন রেনশ।
আগেই ছিটকে পড়েছিলেন জশ ইংলিস। পারিবারিক কারণে প্রথম ম্যাচ থেকে নিজের নাম তুলে নেন অ্যাডান জাম্পাও। এবার বড় দুঃসংবাদ হয়ে এলো ক্যামেরন গ্রিনের চোট।
বিডি প্রতিদিন/নাজিম