চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনে নির্বাচন করতে চায় বিএনপির নারী নেত্রীসহ চারজন। তারা হলেন- দলের কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মোস্তফা খান সফরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির উপদেষ্টা সাবেক সংসদ সদস্য (সংরক্ষিত) রাশেদা বেগম হীরা এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির উপদেষ্টা মো. আজম খান। এ ছাড়া জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, ইসলামী আন্দোলনের প্রার্থী সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন ও জাতীয় পার্টির প্রার্থী জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মহসিন খান। শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, দীর্ঘ ১৭টি বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে দলের নেতা-কর্মী ও তাদের পরিবারকে আগলে রেখেছি। দলীয় নেতা-কর্মীদের মামলায় আইনি মোকাবিলা ও আর্থিক সহায়তা প্রদান করেছি। দলের মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে এলাকার উন্নয়নে কাজ করব। জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মোস্তফা খান সফরী বলেন, প্রতিটি ইউনিয়নে জনসংযোগ চালিয়ে দলের জনপ্রিয়তা এগিয়ে নিতে কাজ করেছি। তাই দল আমাকে অবশ্যই মূল্যায়ন করবে।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা বলেন, যেহেতু এই আসনে দীপু মনি এমপি ছিলেন, তাই এখানে একজন যোগ্য, দুর্নীতিমুক্ত, নারী এমপি মনোনীত হওয়া সময়ের দাবি। কেন্দ্রীয় হাইকমান্ড অবশ্যই বিবেচনা করবে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির উপদেষ্টা মো. আজম খান বলেন, দলের কাজ করতে গিয়ে বহু প্রতিকূলতা, বাড়ি ভাঙচুর ও নির্যাতিত হয়েছি। দলীয় মনোনয়ন প্রদানে অবশ্যই বিবেচনায় নেবেন।
জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া বলেন, এলাকায় ব্যাপক প্রচার-প্রচারণাকালে ব্যাপক সাড়া পাচ্ছি। মানুষ সৎ নেতৃত্ব চায়।