বয়স ৪০ ছুঁইছুঁই, ক্যারিয়ার পড়ন্ত বেলায়, তবু ক্রিস্টিয়ানো রোনালদোর প্রভাব যেন এখনো অটুট। মাঠে যেমন গোল করার ক্ষমতা ধরে রেখেছেন, মাঠের বাইরেও অর্থ উপার্জনে এখনও তাঁর দাপট অব্যাহত। তারই প্রমাণ মিলেছে সাম্প্রতিক ফোর্বস জরিপে।
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী অর্থনৈতিক সাময়িকী ফোর্বস* ২০২৫ সালের জন্য বিশ্বের সর্বোচ্চ আয়কারী ফুটবল তারকাদের তালিকা প্রকাশ করেছে। তালিকার শীর্ষে রয়েছেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো। এ নিয়ে গত দশ বছরে ষষ্ঠবারের মতো তালিকার শীর্ষে উঠে এলেন তিনি।
২০২৫–২৬ মৌসুমে আল নাসরের সঙ্গে নতুন দুই বছরের চুক্তি অনুযায়ী ক্লাব থেকে রোনালদোর আয় হবে প্রায় ২৩ কোটি ডলার। এর সঙ্গে মাঠের বাইরের স্পনসরশিপ—নাইকি, বিনান্স, হারবালাইফসহ নানা ব্র্যান্ডের সঙ্গে চুক্তি থেকে তিনি পাবেন আরও ৫ কোটি ডলার। সব মিলিয়ে এক মৌসুমে রোনালদোর আনুমানিক আয় দাঁড়াচ্ছে ২৮ কোটি ডলার।
এই অঙ্ক ফোর্বসের হিসাব অনুযায়ী কর ও এজেন্টের ফি বাদ দিয়ে নির্ধারিত হয়েছে।
ফোর্বসের মতে, ১৯৯০ সাল থেকে যেসব খেলোয়াড়দের আর্থিক পরিসংখ্যান তারা ট্র্যাক করেছে, তাদের মধ্যে রোনালদোর চেয়ে এক বছরে বেশি আয় করেছেন কেবল সাবেক মার্কিন বক্সার ফ্লয়েড মেওয়েদার। ২০১৫ সালে তিনি আয় করেন ৩০ কোটি ডলার, আর ২০১৮ সালে ২৮ কোটি ৫০ লাখ ডলার।
রোনালদোর আধিপত্যের মধ্যেই এবার নজর কেড়েছে নতুন প্রজন্মের তারকাদের উত্থান। বার্সেলোনার ১৮ বছর বয়সী তরুণ উইঙ্গার লামিন ইয়ামাল প্রথমবারের মতো শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন। গত মৌসুমে ১৮টি গোল ও ২৫টি অ্যাসিস্ট করা ইয়ামাল অ্যাডিডাস, কোনামি ও পাওয়ারেডের সঙ্গে চুক্তি করে আয় করেছেন ৪ কোটি ৩০ লাখ ডলার।
ফোর্বসের শীর্ষ ১০ আয়কারী ফুটবলার (২০২৫):
১. ক্রিস্টিয়ানো রোনালদো (আল নাসের) – ২৮ কোটি ডলার
২. লিওনেল মেসি (ইন্টার মায়ামি) – ১৩ কোটি ডলার
৩. করিম বেনজেমা (আল ইত্তিহাদ) – ১০ কোটি ৪০ লাখ ডলার
৪. কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ) – ৯ কোটি ৫০ লাখ ডলার
৫. আরলিং হলান্ড (ম্যানচেস্টার সিটি) – ৮ কোটি ডলার
৬-১০. (নাম প্রকাশ না হলেও) ইয়ামাল সহ আরও চার তরুণ ফুটবলার আছেন তালিকায়।
বিডি প্রতিদিন/মুসা