জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) নতুন মৌসুমের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের আসরে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে বোর্ড। দীর্ঘদিনের অংশগ্রহণকারী ঢাকা মেট্রো এবার নেই। তাদের জায়গায় নতুন মুখ ময়মনসিংহ বিভাগ।
বিভাগীয় মর্যাদা পাওয়ার এক দশক পর অবশেষে দেশের ঐতিহ্যবাহী প্রথম শ্রেণির টুর্নামেন্টে মাঠে নামছে ময়মনসিংহ।
বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৫ অক্টোবর থেকে শুরু হবে এবারের লিগ, চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত।
প্রথম রাউন্ডের খেলাগুলো অনুষ্ঠিত হবে সিলেট, রাজশাহী ও খুলনার তিন ভেন্যুতে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ময়মনসিংহের অভিষেক ম্যাচে প্রতিপক্ষ সিলেট বিভাগ। একই সময়ে সিলেটের আউটার স্টেডিয়ামে ঢাকার মুখোমুখি হবে রংপুর। খুলনায় মুখোমুখি হবে খুলনা ও বরিশাল, রাজশাহীতে মাঠে নামবে রাজশাহী ও চট্টগ্রাম।
সর্বমোট ৭ রাউন্ডের লিগ পর্ব অনুষ্ঠিত হবে দেশের ৮টি শহরে। সিলেটের দুটি মাঠ, মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, রাজশাহী ও খুলনা বিভাগীয় স্টেডিয়াম, কক্সবাজারের দুই ভেন্যু এবং বিকেএসপিতে।
এবারের আসরে অংশ নিচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, রংপুর, সিলেট এবং নবাগত ময়মনসিংহ বিভাগ। লিগ শেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলকেই ঘোষণা করা হবে চ্যাম্পিয়ন হিসেবে। গত আসরের শিরোপা ছিল সিলেট বিভাগের দখলে।
নতুন মৌসুমে বল ব্যবহারে এসেছে ভিন্নতা। প্রথম দুই রাউন্ডে খেলা হবে কোকাবুরা বলে, বাকি রাউন্ডগুলোতে ব্যবহার করা হবে ডিউক বল, এমনটাই জানিয়েছে বিসিবি।
বিডি প্রতিদিন/এমআই