চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবিপাড়ার একটি দোকান ঘরের ভেতর থেকে রফিকুল ইসলাম (৪৫) নামের এক ইজিবাইক চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। রফিকুল ইসলাম ওই এলাকার ওহাব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রফিকুল প্রায়ই শহরের সার্কিট হাউস সংলগ্ন ছোট ভাইয়ের দোকানে থাকতো। বৃহস্পতিবার দুপুরে রফিকুলের স্ত্রী পাখি খাতুন স্বামীর খোঁজে সেখানে যায়। রফিকুলকে ডেকে আনার জন্য পাখি খাতুন স্থানীয় এক কিশোরকে পাঠায়। কিশোরটি দরজার ফাঁক দিয়ে ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার দিলে স্থানীয়রা আসে।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/এএম