অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল এবার পা রাখছেন কোচিংয়ে। চলতি মাসেই শুরু হতে যাওয়া স্প্রিং চ্যালেঞ্জ টুর্নামেন্টে মেলবোর্ন স্টারস নারী দলের সহকারী কোচের দায়িত্ব পালন করবেন তিনি। অস্ট্রেলিয়ার শীর্ষ সংবাদমাধ্যম দ্য অস্ট্রেলিয়ান খবরটি নিশ্চিত করেছে।
ম্যাক্সওয়েলের কোচ হওয়ার পেছনে বড় কারণ তার সাম্প্রতিক চোট। নিউজিল্যান্ড সফরের প্রস্তুতিকালে মাউন্ট মঙ্গানুইয়ে নেট সেশনে ব্যাটিংয়ের সময় মিচেল ওয়েনের একটি শটে তার হাতে আঘাত লাগে। হাতের হাড়ে চিড় ধরা পড়ায় অক্টোবরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি তিনি।
এখন ভারতের বিপক্ষে ২৯ অক্টোবর শুরু হতে যাওয়া সিরিজেও তাঁর খেলা অনিশ্চিত। ফলে আপাতত মাঠের বদলে ডাগআউটে নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে যাচ্ছেন এই তারকা অলরাউন্ডার।
ম্যাক্সওয়েলের ক্যারিয়ারে এমন অদ্ভুত চোটের ঘটনা নতুন নয়। ২০২২ সালে এক বন্ধুর জন্মদিনে পড়ে গিয়ে ভেঙেছিলেন পা। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে পড়ে গিয়েছিলেন গলফ কার্ট থেকে—যার ফলে হয়েছিল কনকাশন। এসব চোটের মধ্যেও মাঠে ফিরে দুর্দান্ত পারফরম্যান্স দিয়েছেন তিনি।
চোটের কারণে মাঠের বাইরে থাকলেও ম্যাক্সওয়েল এবার নিজেকে মেলবোর্ন স্টারস নারী দলের সহকারী কোচ হিসেবে প্রমাণের সুযোগ পাচ্ছেন। মূল কোচ অ্যান্ডি ক্রিস্টির সঙ্গে দায়িত্ব ভাগাভাগি করে কাজ করবেন তিনি।
মেলবোর্ন স্টারসের টুর্নামেন্ট স্প্রিং চ্যালেঞ্জ শুরু হচ্ছে ২১ অক্টোবর, প্রথম ম্যাচেই প্রতিপক্ষ অ্যাডিলেড স্ট্রাইকার্স। দ্বিতীয়বারের মতো আয়োজিত এই টুর্নামেন্টটি মূলত বিগ ব্যাশ লিগের আগে প্রস্তুতি হিসেবে আয়োজন করে ক্রিকেট অস্ট্রেলিয়া। অংশগ্রহণ করবে বিগ ব্যাশের ৮টি দল ও অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি উইমেন্স ক্রিকেট দল।
বিডি প্রতিদিন/মুসা