অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী নির্দিষ্ট সময়ে জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া আইনজীবী সমিতির মিলনায়তনে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
অ্যাটর্নি জেনারেল বলেন, ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। তাদের অবদানকে স্মরণ করে রাখতে সরকার গণহত্যার বিচার নিশ্চিত করবে।
তবে এর চেয়ে বেশি দ্রুত সময়ের মধ্যে বিচার কার্য শেষ করতে চাইলে, তা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলেও জানান তিনি।
সাংবাদিকদের প্রশ্নে অ্যাটর্নি জেনারেল আরো বলেন, শিগগিরই শহীদ আবরার ফাহাদের বিচার কাজ শেষ করার চেষ্টা চলছে। আসামি পক্ষ আপিল বিভাগে গেছেন, আশা করা যায় দ্রুত বিষয়টি সেখানে নিষ্পত্তি হবে। এছাড়া আদালতে মামলার জট কমিয়ে আনায় জনগণ সুফল পেতে শুরু করেছে বলেও জানান তিনি।
এর আগে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হারুন অর রশিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল।সভায় কুষ্টিয়া আইনজীবী সমিতির ভবনসহ বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।
এসময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ব্যারিস্টার রাগিব চৌধুরী, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাতিল মাহমুদসহ অনেকে বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/কামাল