এবারের এইচএসসি পরীক্ষায় রাজধানীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে পাস করেছেন ৯৯ দশমিক ৬৫ শতাংশ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছেন ৯২০ জন শিক্ষার্থী।
ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৩ হাজার ১৮৩ জন শিক্ষার্থী। তার মধ্যে পাস করেছেন ৩ হাজার ১৮২ জন শিক্ষার্থী। পাসের হার ৯৯ দশমিক ৬৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯২০ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগের ৭৭৭ জন, ব্যবসায় শিক্ষা বিভাগের ১০৭ জন এবং মানবিক বিভাগের ৩৬ জন রয়েছে।
পরীক্ষার্থীদের সাফল্য প্রসঙ্গে অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল্লাহ বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার ব্যাপারে আমরা বরাবরই আপসহীন। নিয়মিত পাঠদান ও তদারকি, শিক্ষকমন্ডলীর আন্তরিকতা ও শিক্ষার্থীদের গভীর অধ্যবসায়ের সমন্বয়েই এই সাফল্য।
কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মাহবুবুর রহমান মোল্লা বলেন, আমাদের সন্তানেরা আজ এইচএসসি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে। তাদের অধ্যাবসায়, শিক্ষকদের যথাযথ নির্দেশনা ও অভিভাবকদের তদারকির ফলে এই ফল অর্জিত হয়েছে। সকলেই এই সাফল্যের অংশীদার।
বিডি-প্রতিদিন/বাজিত