আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শুক্রবার শারজাহতে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে দুই দল।
আজ জয় পেলে বাংলাদেশ শুধু সিরিজই জয় পাবে না, একই সঙ্গে এশিয়া কাপের ব্যর্থতার ক্ষতও কিছুটা পুষিয়ে যাবে।
বাংলাদেশ একাদশ
জাকের আলী (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, নুরুল হাসান, শামীম হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম।
বিডি প্রতিদিন/এমআই