বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রণীত ৩১ দফা এখন বাংলাদেশের মুক্তির সোপান বলে মন্তব্য করেছেন গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু।
সোমবার (১০ নভেম্বর) বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়ন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রফিকুল ইসলাম বাচ্চু বলেন, তৃণমূলে যেখানে যেখানে ৩১ দফা প্রচার করা হচ্ছে, সেখানেই গণজোয়ার সৃষ্টি হচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জনগণের এক অভূতপূর্ব গণজোয়ার তৈরি হয়েছে। তরুণ প্রজন্ম, নারীসহ সমাজের সর্বস্তরের মানুষ এই গণজোয়ারে অংশ নিচ্ছেন। যারা বিগত তিনটি নির্বাচনে ভোট দিতে পারেননি, তারা এবার ধানের শীষে ভোট দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবেন।
তিনি আরও বলেন, আগামীর উন্নত ও মানবিক শ্রীপুর গড়তে ধানের শীষের পক্ষে সবার সমর্থন কামনা করছি।
গোসিঙ্গা ইউনিয়ন বিএনপি নেতা নাছির উদ্দিন মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খায়রুল কবির মন্ডল আজাদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/মাইনুল